বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে বিভিন্ন পদে নিয়োগ| এখানে তিনটি ক্যাটাগরিতে প্রায় 22 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট |
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: 15 টি
শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা:
ক. শিক্ষিত শিক্ষা বোর্ড হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
খ. ওয়ার্ড প্রসেসিং, স্টুডেন্ট, প্রজেক্ট এবাউট বেসিক কম্পিউটার সেটিং দক্ষতা
গ. কম্পিউটার কম্পোজ এর গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় 20 অক্ষয় এবং ইংরেজিতে 20 অক্ষর
বেতন: 9300 থেকে 22490 টাকা( গ্রেট 16)
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: 3 টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষিত হতে মাধ্যম স্কুল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ
বেতন: 8 হাজার 250 থেকে 20010 টাকা(
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদের সংখ্যা: চারটি
শিক্ষাগত ও অভিজ্ঞতা: শিক্ষা বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বাসুদেবের পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীর বয়স সীমা:21/ 03/21তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বর্ষার এবং 25/ 03/21 তারিখের মধ্যে সর্বোচ্চ 30 বছর থাকতে হবে
আবেদন শুরুর তারিখ: 21/03/21
আবেদনের শেষ তারিখ: 09/04/21
বিস্তারিত তথ্যের জন্য : www.sylhetdiv.gov.bd
অনলাইনে আবেদনের লিংক : http://divsl.teletalk.com.bd
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি >>
Post a Comment
If you have any doudts.Please let me know